নোটিশ বিস্তারিত
None
8 January, 2025
মাদরাসায়ে দারুন নূর"।
আসসালামু আলাইকুম,
সমস্ত প্রশংসা সেই আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং সন্তানের পিতা-মাতা হওয়ার তৌফিক দান করেছেন। সন্তান আল্লাহ তায়ালার দেওয়া একটি পবিত্র আমানত। আমাদের দায়িত্ব তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং দুনিয়ার জীবনে চলার জন্য সঠিক জ্ঞান ও কৌশল শিক্ষা দেওয়া।
প্রত্যেক শিশুর শিক্ষা শুরু হওয়া উচিত আল-কোরআন ও হাদীসের আলোকে, যা তাদের নীতি, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তি স্থাপন করবে। এর পাশাপাশি বিজ্ঞান, ভূগোল, আইসিটি, আধুনিক শিক্ষার বিভিন্ন দিক শিখিয়ে তাদের দুনিয়ার জীবনের জন্যও যোগ্য করে তোলা প্রয়োজন। আধুনিক শিক্ষা দেওয়ার পাশাপাশি কোরআন-হাদীসের জ্ঞানেও সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব।
এই ভারসাম্যপূর্ণ শিক্ষার মাধ্যমে সন্তানরা হবে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এবং আখিরাতে আমাদের জন্য মুক্তির কারণ হবে।
এই মহান লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠিত হয়েছে "মাদরাসায়ে দারুন নূর"। এখানে কোরআন-হাদীসের সাথে আধুনিক বিজ্ঞানসম্মত সিলেবাস এবং যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়।
আল্লাহ তায়ালা আমাদের এই প্রয়াসকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে হেদায়েত ও সফলতার মাধ্যমে বরকতময় করুন। আমিন।